Barapathri :বড়পাথরীতে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে নিগমের অফিস ঘেরাও ভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  বিলোনিয়া বড়পাথরী বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করল যশমুড়া এলাকার ক্ষুব্দ জনগণ৷ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রাজনগর ব্লকের অন্তর্গত যশমূড়া এলাকার বাসিন্দারা৷ তাদের দাবি নিয়ে তারা বড়পাথরী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে দপ্তরের ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে৷ ইঞ্জিনিয়ার সত্যজিৎ বৈদ্য তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ৷  

ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ বছর ধরে যশমূড়া এলাকায় বিদ্যুতের লো ভোল্টেজ এবং বিদ্যুৎ সমস্যা থাকার কারণে এলাকাবাসীদের ফ্রিজ থেকে শুরু করে জলের মোটর, কৃষকদের জমিতে জলসেচ ব্যবস্থা, বিদ্যুৎ চালিত যে সমস্ত বৈদ্যুতিক জিনিস রয়েছে সবকিছু প্রায় অকেজু হওয়ার উপক্রম৷ এমনকি তারা মোবাইলের চার্জ পর্যন্ত দিতে পারছেন না৷ তাই দীর্ঘদিন ধরে দপ্তর কর্তৃপক্ষকে জানানোর পরেও কাজের কাজ কিছু না হওয়ায় আজ এলাকার যুবকরা দপ্তরের অফিস ঘেরাও করে তার কারণ জানতে৷ আর তখনই ঘটে বিপত্তি ক্ষুব্ধ হয়ে ইঞ্জিনিয়ার সত্যজিৎ বৈদ্য সবার সাথে দুর্ব্যবহার শুরু করে৷ আরো জানা যায় এই গ্রামে একটি এয়ারটেল টাওয়ার বসানো হয়েছে যদিও কোম্পানি আলাদাভাবে বিদ্যুৎ দপ্তরকে ট্রানসফর্ম বসানোর জন্য টাকা জমা দিয়েছেন, কিন্তু দপ্তর দায়সারা ভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে আলাদা কোন ট্রানসফর্ম না বসিয়ে একই লাইনে ওই গ্রামের বিদ্যুৎ সংযোগ চলছে যার কারণে এই লো ভোল্টেজ, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের৷ এলাকাবাসীর দাবি অতিসত্বর দপ্তর যেন গ্রামের জন্য আলাদা ট্রান্সফর্মার ব্যবস্থা করেন৷   

এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠে ইঞ্জিনিয়ার সত্যজিৎ বৈদ্যের দুর্ব্যবহারের জন্য দপ্তর যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে৷ এদিকে এই বিষয়ে রাজনগর ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার অসীম সাহার সাথে কথা বললে তিনি জানান সম্প্রতি এই ডিভিশনের সিনিয়র ম্যানেজারের আকস্মিক মৃত্যু হওয়ায় তিনি অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন৷ তাই বিষয়টি সম্পর্কে উনি বিশেষ কিছু জানেন না৷ তিনি বলেন বিষয়ে খোঁজ-খবর নিয়ে আগামী ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন বলে ফোন কথোপকথনের মাধ্যমে আশ্বাস দেন ক্ষুব্দ এলাকাবাসীদের৷