নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): ফের বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃষ্টি হয়েছে জাতীয় রাজধানীর বিভিন্ন অঞ্চলেও। শুধু দিল্লি-এনসিআর নয়, মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশেও। তবে, হালকা বৃষ্টি হয়েছে এদিন দিল্লি ও উত্তর প্রদেশে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দিল্লির আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হবে।
মঙ্গলবার জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮.৩০ মিনিট নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মঙ্গলবার সকালের বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেয়েছেন দিল্লি-এনসিআর ও উত্তর প্রদেশ। মনোরম হয়ে উঠেছে আবহাওয়া।

