গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : কৃত্ৰিম বন্যার কবলে পড়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ও। ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করে কর্মচারীরা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারছেন না। তাই গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের সব পরীক্ষা আগামী ২০ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষের সঙ্গে স্নাতকোত্তর ছাত্ৰ সংস্থার আলোচনাক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দুদিনের কৃত্ৰিম বন্যার কবলে পড়েছে বিশ্ববিদ্যালয় চত্বরের বেশ কয়েকটি অঞ্চল। বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কয়েকটি আবাস জলের তলায়। প্লাবিত ছাত্ৰাবাসগুলিতে নেই খাবার ও পরিস্রুত জল। এই সমস্যাবলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্যের সঙ্গে আলোচনায় বসেছিলেন স্নাতকোত্তর ছাত্ৰ সংস্থার পদাধিকারীর। ওই আলোচনাতেই ২০ জুন পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বন্যার ফলে পানীয়জল সহ অন্য সমস্যাবলি সমাধানেরও আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ২০ জুনের পরবর্তী পরীক্ষাগুলি পূৰ্বনিৰ্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

