Aaditya Thackeray in Ayodhya: অযোধ্যায় আদিত্য ঠাকরে; বললেন রাজনৈতিক নয়, এটি তাঁর আস্থা ও বিশ্বাসের সফর

অযোধ্যা, ১৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় হনূমান গর্হি মন্দিরে পূজার্চনা করলেন শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। আরতি করেছেন ইসকন মন্দিরেও। আদিত্য জানিয়েছেন, এটি তাঁর রাজনৈতিক সফর নয়, আস্থা ও বিশ্বাসের সফর। বুধবার সকালে মুম্বই থেকে রওনা হওয়ার পর প্রথমে লখনউতে পৌঁছন শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। লখনউতে তিনি বলেছেন, “আমরা যখন ২০১৮ সালে প্রথমবার এসেছিলাম, তখন আমরা বলেছিলাম ‘আগে মন্দির, তারপর সরকার’… আমি প্রার্থনা করব এবং আশীর্বাদ নেব… এই ভূমি রাজনৈতিক নয়, এটি ‘রাম রাজ্য’-র ভূমি।” সেখান থেকে তিনি যান উত্তর প্রদেশের অযোধ্যায়, পুজো দেন হনূমান গর্হি মন্দিরে। অযোধ্যার ইসকন মন্দিরে এদিন আরতিও করেছেন আদিত্য ঠাকরে।

তিনি এদিন বলেছেন, “এটি কোনও রাজনৈতিক সফর নয়, আস্থা ও বিশ্বাসের বিষয়। আমরা এখানে ভক্ত হয়ে এসেছি।” আদিত্য আরও বলেছেন, “মহারাষ্ট্রের ভক্তদের সুবিধার্থে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলবেন এবং অযোধ্যায় একটি মহারাষ্ট্র সদন তৈরির জন্য জায়গা চাইবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *