Ashok Gehlot : সত্য বলার জন্য রাহুলকে হেনস্থা করা হচ্ছে: অশোক গেহলট

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.) : সত্য বলার জন্য রাহুল গান্ধীকে হেনস্থা করা হচ্ছে। বিজেপি শাসনের আট বছর অন্ধকার ইতিহাস হিসেবে দেখা হবে বলে মোদী সরকারের কড়া সমোলোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার দিল্লিতে কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সত্যের আওয়াজ তোলার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হয়রানি করছে মোদী সরকার। বিজেপির চাপে গান্ধী পরিবারকে টার্গেট করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাহুলই দেশের একমাত্র নেতা যিনি বিজেপির কু-শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। বিজেপি কংগ্রেসকে শাস্তি দিচ্ছে, কিন্তু কংগ্রেস সত্যের আওয়াজ তুলতে থাকবে।

গেহলট আরও বলেন, ২০১৫ সালে, ইডি-র যুগ্ম পরিচালক স্তরের তদন্তকারী অফিসার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সম্পর্কে নির্দিষ্ট তথ্য না পাওয়ার জন্য মামলাটি বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ মামলা খুলে গান্ধী পরিবারকে হয়রানি করার জন্যই এই ধরনের কাজ করা হয়েছে। এটা সঠিক নয়, মানুষ সব দেখছে। এদিন গেহলটের সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গ এবং কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও উপস্থিত ছিলেন।