ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। শেষ হলো আবাসিক শিবির। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের ভলিবল মাঠে রাজ্যের বিভিন্ন জেলার ১৪ জন প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে হয় ওই শিবির। সংস্থার বার্ষিক কর্মসূচীর অঙ্গ হিসাবে ওই শিবিরের আয়োজন। লক্ষ্য একটাই, প্রশিক্ষণের মধ্য দিয়ে খেলোয়াড়দের উন্নতি করা। প্রতিদিন দুবেলা করে হয়েছে শিবির। ৬ দিন ব্যাপী ওই শিবিরের মধ্য দিয়ে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় কোচদের নজর কেড়েছে বলে জানা গেছে। আগামীদিনেও ওই প্রয়াস বজায় থাকবে বলে জানান রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন। তিনি বলেন,”রাজ্যের ভলিবল খেলোয়াড়দের উন্নতি করাই আমাদের একমাত্র লক্ষ্য। তা মাথায় রেখেই আমরা কাজ করে চলছি”। শিবিরে থাকা খেলোয়াড়রা হলো: বীরু দেববর্মা,নবীন কুমার সরকার, নিরুপম নাথ, রিমন দাস, দীপু জমাতিয়া, আদর্শ দেববর্মা, অনিক ঘোষ, আর্বিন সিনহা, জুযেল দেববর্মা,রাহুল মিঁয়া, সিন্দুরাই জমাতিয়া এবং পবন কুমার শাহ।
2022-06-14