গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : গুয়াহাটিতে পাহাড়-ধসে চার আবাসিকের মৃত্যু হয়েছে। নিহতদের কোকরাঝাড় জেলার বাসিন্দা মতিউর হক ও হাসানুর আলি, ধুবড়ি জেলার মানোয়ার হুসেন ও আমরুল হক বলে শনাক্ত করা হয়েছে। এঁরা সকলেই শ্রমজীবী।
কামরূপ মহানগর জেলা প্রশাসন সূত্রের খবরে জানা গেছে, গত রাত থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। রাত প্রায় দেড়টা নাগাদ বরাগাঁওয়ের নিজরাপাড়া এলাকায় পাহাড়ের ধস পড়ে কয়েকটি বাড়ির ওপর। সৌভাগ্যবলে কয়েকটি পরিবারের মানুষ প্রাণে বেঁচে গেলেও দুর্ভাগ্যবশত চার শ্রমজীবির মৃত্যু হয়েছে। গুয়াহটির কোনও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কৰ্মরত এই চারজন জনৈক নয়ন রাজবংশীর ঘরে ভাড়াটে হিসেবে ছিলেন।
প্রশাসনিক সূত্রটি আরও জানিয়েছে, রাতেই ঘটনার খবর পেয়ে অকুস্থলে এসডিআরএফ নিয়ে ছুটে যায় পুলিশ। আজ ভোরের দিকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের দেহ মাটি কেটে অনেক দেরিতে উদ্ধার করেছেন এসডিআরএফ-এর জওয়ানরা। ইতিমধ্যে চারজনের মৃতদেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে মহানগরের বামুনিমৈদানের জয়ানগর, বশিষ্ঠ, নবগ্রহ এবং গান্ধীমণ্ডপ এলাকায় পাহাড়ের ধস নেমেছে বলে প্রশাসনের সূত্রটি জানিয়েছে।