Barasat : ব্রেন টিউমারে মৃত পুলিশ কর্মীর বাড়ি গেলেন রাজ্যপাল, পরিবারের হাতে তুলে দিলেন ১১ লক্ষ টাকার চেক

বারাসত, ১২ জুন ( হি. স.) : বারাসতে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত পুলিশ কর্মীর বাড়িতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার সকালে সস্ত্রীক ওই পুলিশ কর্মীর বাড়িতে পৌঁছন তিনি। পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত অগ্নি মিত্র। ব্রেন টিউমারে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮ জুন মৃত্যু হয় তাঁর। মৃত পুলিশ কর্মীর পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেন রাজ্যপাল। রবিবার সস্ত্রীক পৌঁছে যান পুলিশ কর্মীর বারাসতের বাড়িতে। কথা বলেন পুলিশ কর্মীর স্ত্রী ও কন্যার সঙ্গে। পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। সবরকমভাবে তাঁদের সঙ্গে থাকার আশ্বাসও দেন। রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত অগ্নি মিত্রের পরিবার।

কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত অগ্নি মিত্রের বাড়ি বারাসতের হৃদয়পুরে। স্ত্রী এবং দুই কন্যাকে নিয়েই সংসার। বাড়িতে অগ্নি মিত্র একাই রোজগেরে ছিলেন। তবে কয়েকমাস আগে ব্রেন টিউমার ধরা পড়ে তাঁর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শেষরক্ষা আর হয়নি। তারপরই মৃতের পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেন রাজ্যপাল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, ‘অগ্নি মিত্রের মৃত্যু সংবাদ খুবই দুঃখের। উনি বরাবরই একজন কর্মদক্ষ অফিসার ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’