কলকাতা, ১২ জুন ( হি. স.) : টানটান উত্তেজনার ম্যাচে যুবভারতীতে ফের উড়ল ভারতীয় ফুটবল দলের বিজয় ধব্জা। সৌজন্যে সুনীল ছেত্রী এবং সাহাল আবদুল সামাদ। শেষ কয়েক মিনিটে ৩ টি গোল হল। আর ভারত জিতল ২-১ গোলে। এই জয়ের ফলে এএফসি কাপের মূল পর্বের দিকে অনেকটা এগিয়ে গেল ভারত।
সাফ অধ্যুষিত দেশগুলির মধ্যে ভারতীয় দলকে যদি কোনও দেশ বেগ দিয়ে থাকে, তাহলে সেই দেশ হচ্ছে আফগানিস্তান। তাদের একাধিক ফুটবলার বিদেশে খেলার জন্যই শুধু নয়, শারীরিকভাবেও ভারতীয় দলের থেকে এগিয়ে। এর আগে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে দু’বার দেখা হওয়ার পরেও আফগানিস্তানকে হারাতে পারেননি সুনীল ছেত্রীরা। দু’বারই ম্যাচ ড্র হয়। শনিবারের যুবভারতীতে সব অঙ্ক বদলে দিলেন সুনীল ছেত্রীরা।
চাপের মুখে আফগানদের হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার দিকে আরও খানিকটা এগিয়ে গেল ভারত। শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হারলেও এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ থাকবে ভারতের কাছে।