রাঁচি, ১১ জুন (হি.স.) : জুমার নামাজের পর রাঁচির মেন রোড এলাকায় যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড সরকার। এর জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জামা দেবে কমিটি। কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের সচিব ডঃ অমিতাভ কৌশল এবং অতিরিক্ত পুলিশ মহাপরিচালক সঞ্জয় লাটকার।উল্লেখ্য, বরখাস্তকৃত নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে এবং বিজেপি থেকে বহিষ্কার হওয়া নবীন কুমার জিন্দালকে নবী হজরত মোহাম্মদ সম্পর্কে মন্তব্যের জন্য শুক্রবারের নামাজের পরে, মুসলিম সম্প্রদায়ের লোকেরা মিছিল করে। রাঁচির প্রধান সড়কে মিছিল থামানোর চেষ্টা করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। বিক্ষোভকারীরাও ঢিল ছুড়েছে, এতে এসএসপিসহ ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বাতাসে গুলি করতে হয়। গুলিতে নিহত হন দুইজন। রাঁচির অনেক থানা এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ (১৪৪ ধারা ) বলবৎ রয়েছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।