নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস । শুক্রবার রাজস্থানের মোট চারটি আসনের মধ্যে কংগ্রেসজয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন।পরাজিত বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রা।
শুক্রবার রাজ্যসভা নির্বাচন ঘিরে ছিল টানটান নাটক। ক্রস ভোটিংয়ের গেরোয় পড়েছে কংগ্রেস ও বিজেপি দু’দলই। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস। পরাজিত বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রা। রাজস্থানের মোট চারটি আসনের মধ্যে কংগ্রেসজয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন। কংগ্রেসের হয়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রমোদ তিওয়ারি, মুকুল ওয়াসনিক ও রণদীপ সিং সুরজেওয়ালা। চতুর্থ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ঘনশ্যাম তিওয়ারি।
এদিন রাজস্থানে চারটি আসনের জন্য ভোটগ্রহণ সম্পন্ন হয়। সে রাজ্যের বিধানসভার অঙ্ক অনুযায়ী দু’টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল। আর বিজেপির জয় নিশ্চিত ছিল একটি আসনে। লড়াই ছিল মূলত চতুর্থ আসনের জন্য। কংগ্রেসের তৃতীয় প্রার্থী এবং নির্দল প্রার্থী সুভাষ চন্দ্রার মধ্যে। রাজস্থান বিধানসভার অঙ্ক অনুযায়ী, এই পর্বে একজন প্রার্থীকে জেতাতে ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। রাজ্যে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৮। সেই সঙ্গে ১৩ জন নির্দল, দু’জন সিপিএম এবং একজন আরএলডি বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছে বলে দাবি করে হাত শিবির। শেষপর্যন্ত ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়কও তাঁদের সমর্থন করছে বলে দাবি কংগ্রেসের। যদিও নির্দলরা কাকে ভোট দিয়েছেন স্পষ্ট নয়। এদিকে বিজেপির চাপ আরও বেড়ে যায় তাঁদেরই দলের দুই বিধায়ক ক্রস ভোট করায়।