Arrest : শান্তিরবাজারে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ জুন৷৷ কাঁঠালিয়া এলাকা থেকে এক নেশাকারবারীকে গ্রেপ্তার করলো শান্তিরবাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া এডিসি ভিলেজে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে এলাকাবাসী৷ এলাকার লোকজন একত্রিত হয়ে লোকটিকে আটক করে খবর দেয় শান্তিরবাজার থানায়৷  ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার এস আই সঞ্জয় দেবর্বমা, প্রফেশনাল এস আই সুজিত সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমানে নেশাসামগ্রী উদ্ধার করে৷  ঘটনার খবর পেয়ে পরবর্তীসময় ঘটনাস্থলে উপস্থিত হন ডিসিএম সুমন দেব ও মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত৷  ঘটনাস্থলে গিয়ে নেশাসামগ্রী সহ জাহাঙ্গীর হোসেন (৩৯) নামে নেশাকারবারীকে গ্রেপ্তার করে শান্তিরবজার থানায় নিয়ে আসা হয়৷  এই নেশাকারবারীকে গ্রেপ্তার করার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমা৷  তিনি জানান জাহাঙ্গীর হোসেন মেলাঘর থানার অধিনে টেলকাজলা এলাকার বাসিন্দা৷  নেশাকারাবারী থেকে ৫ পেকেটে ৬৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়৷ নেশাকারবারীর বিরুদ্ধে শান্তিরবাজার থানায় এন ডি পি এস মামলা নথিভুক্ত করা হয়৷  আগামীকাল অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে পুলিশ রিমান্ড চেয়ে প্রেরন করা হবে বলে জানান শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা৷  জানা যায় উদ্ধার করা নেশাসামগ্রীর বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে৷ শান্তিরবাজার থানার এই ধরনের সাফল্যে খুবই খুশি শান্তিরবাজারের লোকজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *