TMC : উপনির্বাচনে ব্যাপক সন্ত্রাস হচ্ছে, অভিযোগ তৃণমূলের

আগরতলা, ১০ জুন৷৷ উপনির্বাচনের প্রাক মুহূর্তে শাসক দলে ভাঙ্গন৷ আজ বিজেপি ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন ক্রিকেটার সুব্রত চৌধুরী তৃণমূলে যোগদান করেছেন৷ এদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি যোগদান করেছেন৷ উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুবল ভৌমিক, কোর কমিটির সদস্যা সুস্মিতা দেব এবং ত্রিপুরার দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়৷

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যে উপ নির্বাচনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন৷ রাজীব বন্দোপাধ্যায়ের কথায়, উপ নির্বাচনের আগেই রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে৷ নির্বাচনী এলাকায় যেভাবে রাজনৈতিক সন্ত্রাস চলছে তা নির্বাচন কমিশনের গোচরে নেওয়া হয়েছে৷ যদি কোনো বিচার না পান এবং আবার তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ সংঘটিত করা হয় তাহলে রাস্তায় নেমে জনমত সংগ্রহ করে প্রতিকার চাইবে তৃণমূল কংগ্রেস৷

এদিন সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তার অভিযোগ, গত বৃহস্পতিবার সুরমা বিধানসভা কেন্দ্রে এক কর্মীকে তৃণমূল করার দায়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বাইক বাহিনী এবং সেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার ফ্ল্যাগ ফেস্টুন সহ নির্বাচনী প্রচার সজ্জা নষ্ট করেছে৷ বিগত লোকসভা, পুর নির্বাচনের মতো সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছে৷ এগুলি তৃণমূল কংগ্রেস মুখ বুঝে সহ্য করবে না৷ নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অবগত করা হয়েছে৷ প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে জনমত সংগ্রহ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি৷