নয়াদিল্লি, ৪ জুন(হি.স) : কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হচ্ছে। শনিবার টুইটে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বাড়ির ঠিকানা ‘লোক কল্যাণ মার্গ’ হিসাবে রাখলে মানুষের উপকার হয় না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী সাড়ে ছয় কোটি কর্মচারীর বর্তমান এবং তাদের ভবিষ্যত নষ্ট করতে উপার্জন হ্রাস করে বাজারের মূল্য বাড়িয়ে একটি মডেলটি বাস্তবায়ন করেছেন। রাহুল আরও বলেন, ২০১৫-১৬ সালে কর্মচারী ভবিষ্যত নিধির সুদের হার ছিল ৮.৮ শতাংশ, যা এখন কেন্দ্রীয় সরকার ৮.১ শতাংশে নামিয়ে এনেছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ‘লোক কল্যাণ মার্গ’-এ কটাক্ষ করে বলেন, ‘লোক কল্যাণ মার্গ’ নামটি হজম করছেন না প্রধানমন্ত্রী মোদী। তাই হাজার কোটি টাকা খরচ করে ‘মোদী মহল’ গড়ছেন তিনি।