ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। তিন ম্যাচে তেত্রিশ গোল। জাতীয় হকি থেকে বিদায় ত্রিপুরা নামধারী দলের। চারদলীয় গ্রুপ লীগে চতুর্থ স্থান অর্থাৎ তালিকার শেষে নাম লিখিয়ে খেলোয়াড়দের এবার ঘরে ফেরার পালা। ত্রিপুরা রাজ্য দলের হয়ে খেলেছেন তবে খেলা শেষে ত্রিপুরায় ফিরতে হবে না। কেননা রেজিস্ট্রিকৃত ১৮ জন হলেও ত্রিপুরা নামধারী রাজ্য দলের একজন খেলোয়ারও ত্রিপুরার নয়। সবাই ভিন রাজ্যের। ত্রিপুরার নামকে ব্যবহার করে ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের থেকে এন.ও.সি নিয়ে এমনভাবে খেলার প্রচলন কয়েক বছর ধরেই বিদ্যমান। ফলস্বরূপ এমনটাই হয়েছে।
ত্রিপুরার নামে ডজন ডজন গোল হজম করে তালিকার সর্বশেষে স্থান করে নিয়েছে। আজ মঙ্গলবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হরিয়ানার কাছে ১৪ গোলে হেরে অনেকেই মাঠ থেকে সোজা স্টেশনমুখো হতে পেরেছেন, ঘরে ফেরার জন্য। গত শনিবারেও অনেকটা একইভাবে কেরালার কাছে ১১ গোলে হেরে পয়েন্টের পাশাপাশি নাম-যশ দুই-ই হারিয়েছে। গত বুধবারে গ্রুপ লীগে নিজেদের প্রথম ম্যাচে ১-৮ গোলে হেরেছিল মনিপুরের কাছে।
উল্লেখ্য, ১৭ মে থেকে তামিলনাড়ুল কোবিলপট্টি-তে ১২-তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। ৩০ দলীয় এই আসরে মূল পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে আগামীকাল, বুধবার থেকে। বলাবাহুল্য, ইতিমধ্যে উত্তরপ্রদেশ, চন্ডিগড়, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, ঝাড়খন্ড ও কর্ণাটক কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। উড়িষ্যা ও দাদরা-নগর-হাবেলীর লিগের খেলা তখনও চলছে। এতে বিজয়ী দলই শেষ আটে পৌছুবে। ২৭ মে সেমিফাইনাল ম্যাচ এবং ২৯ মে ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে।