Congress : সাব্রুমে কংগ্রেসের যোগনদান সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ যোগদান সভায় সিপিএম এবং বিজেপি ছেড়ে ১৬২পরিবারের ৪৮৫ভোটার কংগ্রেস দলের আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন৷ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা৷ সাব্রুমের যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷ যোগদান সভা কে কেন্দ্র করে সাব্রুম দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের পতাকাতলে যারা সামিল হয়েছেন তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেস দল অচিরেই দেশের শাসন ক্ষমতায় এবং রাজ্যের শাসন ক্ষমতায় ফিরে আসবে৷ এজন্য কংগ্রেস দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে এবং সকলকে দলের পাশে দাঁড়াতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিগত বামফ্রন্ট সরকারের এবং বর্তমান বিজেপি জোট সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যের মানুষের অর্জিত অধিকার ক্ষুন্ন হয়েছে৷ মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলতে শুরু করেছেন৷

বিরোধী রাজনৈতিক দলগুলির রাজনৈতিক কার্যকলাপ স্তব্ধ করে দেওযর চেষ্টা চালানো হচ্ছে৷ গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কোনভাবেই কাম্য হতে পারে না বলে তিনি উল্লেখ করেন৷ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে কংগ্রেস দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রসঙ্গক্রমে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে  হামলা ভাঙচুর ও মিথ্যা মামলায় জড়িয়ে কংগ্রেস দল কে দাবিয়ে রাখা যাবে না৷

এ ধরনের কার্যকলাপ সংগঠিত করার মধ্য দিয়ে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্বহীনতার পরিচয় দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন দলীয় নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার কাজে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন যেকোনো মূল্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে৷ এ জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন৷ যোগদান সভায় প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা নবাগতদের স্বাগত জানিয়ে প্রত্যেককে দলীয় কাজে কোমর বেঁধে ময়দানে নামার আহবন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *