নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রেগায় নতুন নিয়মে কাজের বিরোধীতা করে রাস্তা অবরোধে শামিল রেগা শ্রমিকরা৷ ঘটনা সোমবার গন্ডাছড়া জগবন্ধুপাড়া এলাকায়৷ রেগায় পুরনো নিয়ম চালু করতে হবে৷ এই দাবি নিয়েই সোমবার গন্ডাছড়া- জগবন্ধুপাড়া রাস্তা অবরোধ করেন স্থানীয় রেগা শ্রমিকরা৷ স্থানীয়দের দাবি কোনো ভাবেই তারা নতুন নিয়মে কাজ করবেনা৷
রাস্তা অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়৷ ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকেরা৷ তারা রেগার শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন সমস্যা সমাধান করার৷ প্রশাসনিক আধিকারিকেরা জানান রেগায় অর্থ নয় ছয় বন্ধে নতুন নিয়ম কার্যকর করেছে৷ এটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদত্ত৷ এখানে ব্লকের আধিকারিকদের কোনো হাত নেই৷ এখানে রাজ্য সরকারও কিছু করতে পারবেন না৷ তাই শ্রমিকদের এই দাবি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না৷ তবে শ্রমিকদের সঙ্গে বসে একটি সমাধান বের করা হবে বলে জানান আধিকারিকেরা৷ যদিও আধিকারিকদের আশ্বাস পেয়ে বেলা ১১ টা নাগাদ রাস্তা অবরোধ মুক্ত করা হয়৷

