নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় এবং তাঁর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে ত্রিপুরা নতুভাবে রূপান্তরিত হবে।
এদিন এক টুইট বার্তায় বলেছেন,”ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ডঃ মানিক সাহাজিকে শুভেচ্ছা। আমি অত্যন্ত বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনায় এবং তাঁর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, ত্রিপুরা নতুনভাবে রূপান্তরিত হবে এবং নতুন উচ্চতায় উত্থান হবে। “
প্রসঙ্গত, রবিবার আগরতলার রাজভবনে রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ডঃ মানিক সাহা। শনিবার বিজেপি বিধায়ক দলের বৈঠক কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। বিজেপি বিধানসভা নির্বাচনের এক বছর আগে বিপ্লব কুমার দেব-র পরিবর্তে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করে রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।