Arrested : খুনের মামলায় পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ মে৷৷ খুনকান্ডে জরিত অপর এক পলাতক ব্যাক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তিরবাজার থানার পুলিশ৷  গত ২৬/ ০৪/ ২০২১ তারিখে শান্তির বাজার মহকুমার পতিছড়ী ড্রপগেইট এলাকার বাসিন্দা অজয় নোয়াতিয়ার হত্যাকান্ডে জরিত দুই অভিযুক্ত পলাতক ছিলো৷  মঙ্গলবার রাতে আইলমারা থেকে খুনকান্ডের সাথে জরিত বিশু কুমার মুড়াসিংকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ৷  অবশেষে বিশু কুমার মুড়াসিংকে জিঞ্জাসাবাদে উঠে আসে অপর এক অভিযুক্তের ঠিকানা৷

 তদন্তের মাধ্যমে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বামার নেতৃত্বে বৃহস্পতিবার এই খুন কান্ডের সাথে জরিত অপর এক অভিযুক্ত উদয় মানিক দেবর্বমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ৷  এই হত্যাকান্ড সম্পর্ক সংবাদমাধ্যমকে ওসি বিশ্বজিৎ দেবর্বমা জানান, এই হত্যাকান্ডের সাথে জরিত অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ এই হত্যাকান্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *