কাকিনাড়া, ১১ মে (হি.স.): ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলা। বুধবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি হয় কাকিনাড়া জেলায়, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। সমুদ্রও ছিল উত্তাল। ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে কাকিনাড়া জেলায় প্রবল বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া, রুদ্র রূপ নেয় সমুদ্র। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আগাম সতর্কতা হিসেবে এদিন সকাল থেকে কাকিনাড়া-উপপাদা বিচ রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, “পিচ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে আমরা দু’টি চেকপোস্ট বসিয়েছি। রাস্তাগুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা সবাইকে এই পথে যাওয়া থেকে বিরত রাখছি।” ‘অশনি’-র প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে বিশাখাপত্তনমেও। সেখানেও সমুদ্র ছিল উত্তাল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে, বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।”