ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। সঞ্জয় মজুমদারের ব্যাটিং তান্ডব থামতেই বরুন দেবতার কৃপা। তাতে একসময় আদৌ ম্যাচটি শেষ হবে কীনা তা নিয়ে দেখা দিয়েছিলো সন্দেহ। শেষ পর্যন্ত ওভার কমিয়ে দেওয়া হয়। অমরপুরের সামনে লক্ষ্য ছিলো ২২ ওভারে ১৩১ রান করার। যা তাড়া করতে নেমে ৮৭ রানে গুটিয়ে যায় অমরপুর। প্রত্যাশিতভাবেই জয় পায় শক্তিশালী উদয়পুর মহকুমা। ৪৩ রানে পরাজিত করলো অমরপুর মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। মহকুমার শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে উদয়পুর টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ২৬৬ রান করেছিলো। পরে বৃষ্টি হওয়ায় ওভারের পাশাপাশি রানও কমে যায়।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বৃষ্টি আসার আগে পর্যন্ত ৪১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান করে উদয়পুর। ত্রিপুরা দলের দুই ক্রিকেটারের ব্যাটিং তান্ডবে একসময় দিশেহারা হয়ে পড়েন অমরপুরের বোলাররা। দলের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমে সঞ্জয় মজুমদারের চওড়া ব্যাট কার্যত শাসন করতে থাকেন অমরপুরের বোলারদের। তবে দুর্ভাগ্য অলরাউন্ডার সঞ্জয়ের। বৃষ্টির জন্য নিজের শতরান করা থেকে বঞ্চিত থাকতে হয়েছে। সঞ্জয় ৬৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৬ (অপ:), ওপেনার সম্রাট সূত্রধর ৬২ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২, রিয়াজ উদ্দিন ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। অমরপুরের পক্ষে রীতেশ দাস (৪/৪৫) এবং গোপাল দাশগুপ্ত (২/৩৬) সফল বোলার। বৃষ্টি থামার পর অমরপুরের সামনে জয়ের লক্ষ্যমাত্র দাড়ায় ২২ ওভারে ১৩১ রান।
যা তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় ইনিংস। দলের পক্ষে রাজেশ সাহা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,রতন জমাতিয়া ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং মনোজ দাশগুপ্ত ৩৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। উদয়পুরের পক্ষে সৌরভ দাস (৪/৭) এবং রিতায়ন দে (২/১৪) সফল বোলার।