বিশালগড়, ৯ মে : সামাজিক অবক্ষয়ের ব্যতিক্রমী চিত্র উঠে এসেছে। বিশালগড়-এ পুরুষ নির্যাতনের খবরে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বামী। আহত স্বামীর নাম মোহাম্মদ রুবেল কবির। বর্তমানে তিনি বিশালগড় মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রুবেলের কথায়, বাপের বাড়িতে যাওয়ার জন্য টাকা চেয়েছিলেন স্ত্রী তাসমিনা বেগম। টাকা নেই জানাতেই স্ত্রী রেগে অগ্নিশর্মা হয়ে যান। হটাৎ তাসমিনা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালান। ঘরেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে।
রুবেলের দাবি, বিয়ের পর থেকেই স্ত্রীর মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। বেশ কয়েকবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছেন, স্ত্রীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছেন তিনি। পুরুষ নির্যাতনের খবরে বিশালগড়-এ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় এখনো থানায় মামলা রুজু হয়নি। স্ত্রীর জুলুমের বিষয়ে রুবেলের পাড়া প্রতিবেশীও একই কথা জানিয়েছেন।