নয়াদিল্লি, ৭ মে (হি. স.) : আরও শক্তি বাড়িয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। ৮ মে, রবিবার ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অশনি’। আগামী ১০ মে সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের আবহবিজ্ঞানী উমাশঙ্কর দাস বলেছেন, আগামী ১০ মে পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে নিম্নচাপটি। ১০ মে থেকে ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রভাব পড়বে ওডিশা, উত্তর অন্ধ্রপ্রদেশ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে।