মুম্বই, ৭ মে (হি.স.) : মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি)-র একটি বিশেষ স্কোয়াড মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্ট (এনডিপিএস) আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে মুম্বই পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের পর অভিযুক্ত দুই মাদক ব্যবসায়ীকে মুম্বইয়ের দহিসার থানা এলাকায় নিয়ে যাওয়া হয়। ধৃত দুজনকেই ১১ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ এবিষয়ে বিশদে তদন্ত শুরু করেছে।