সিওল, ৪ মে (হি.স.): দক্ষিণ কোরিয়ায় দৈনিক কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু কখনও কমছে কখনও আবার বাড়ছে। তবে, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজারের বেশি মানুষ, আগের দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫১,০২০ জন। মৃত্যুর সংখ্যাও বেড়েছে দক্ষিণ কোরিয়ায়, একদিনে মৃত্যু হয়েছে ৭২ জনের।
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ০৩৮ জন। মঙ্গলবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৭২ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৯ হাজার ০৩৮ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,৩৯৫,৭৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৩,০৭৯ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৩২ জনের অবস্থা গুরুতর।