যোধপুর, ৪ মে (হি.স.): রাজস্থানের যোধপুরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অতি তৎপর পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯৭ জনকে। পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যোধপুরে শহরে জারি রয়েছে কারফিউ, কারফিউ জারি থাকবে ৪ মে মধ্যরাত পর্যন্ত। এডিসিপি রঘুনাথ গর্গ জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা রয়েছে, শুধুমাত্র তাঁদেরই বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে।
এডিজি (আইন-শৃঙ্খলা) এইচ সিং ঘুমারিয়া জানিয়েছেন, যোধপুরে হিংসার ঘটনায় ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ছোট ও বড় প্রতিটি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে। যোধপুরের জেলাশাসক হিমাংশু গুপ্তা জানিয়েছেন, যে এলাকায় কারফিউ লাগু হয়েছে সেই এলাকার সমস্ত স্কুল আগামী দু’দিন বন্ধ থাকবে। তবে, যে সমস্ত স্কুলে বোর্ড পরীক্ষা হবে সেই সমস্ত স্কুল খোলা থাকবে। পরীক্ষা অ্যাডমিট কার্ড দেখিয়ে কারফিউর সময় চলাচল করতে পারবেন ছাত্র-ছাত্ররা। মঙ্গলবারের হিংসাত্মক ঘটনার পর বুধবারও চাপা উত্তেজনা ছিল যোধপুরে।