নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ প্রেমিকার সাথে দেখা করার অপরাধে গণপিটুনির শিকার এক যুবক৷ ঘটনা ভট্টপুকুর কালিটিলা এলাকায়৷ গুরুতর আহত ২২ বছরের অন্তর দাস৷ জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক৷
জানা যায়, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল অন্তর দাস৷ সেই কারনেই ভট্টপুকুর কালিটিলা এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাকে প্রচন্ড মারধর করে৷ প্রায় ১০ থেকে ১২ জন লোক তাকে মারধর করে বলে অভিযোগ৷ এমনকী পিটিয়ে ওই যুবককে রাস্তায় ফেলে রাখা হয়৷ পরে স্থানীয় এক ব্যাক্তি যুবকের বাড়িতে খবর দিলে তারা তড়িঘড়ি ছুটে এসে যুবককে জ্ঞানহীন অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসে৷ তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যাবস্থা গ্রহন করা হয়নি বলে জানা গেছে৷