ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। ত্রিপুরার ঝুলিতে আসলো দ্বিতীয় পদক। এবারও ব্রোঞ্জ। ত্রিপুরা দ্বিতীয় পদকটি পায় টেবিল টেনিসের ডাবলস বিভাগে। ডাবলসে পদক পেলেও অল্পের জন্য মিক্সড ডাবলসে পদক হাতছাড়া করলো ত্রিপুরা অল্পের জন্য। মনিপুরে অনুষ্ঠিত পূর্বোত্তর ক্রীড়া আসরে। শনিবার আসরের তৃতীয় দিনে ডি এম কলেজ স্টেডিয়ামে পুরুষদের ডাবলসে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ত্রিপুরা মুখোমুখি হয় নাগাল্যান্ডের। তাতে ত্রিপুরা ৩-১ সেটে (১১-৯,৯-১১,১১-৭,১১-৬) নাগাল্যান্ডকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে। রাজ্যের হয়ে ওই ম্যাচে খেলেছিলেন রামিজ রাজা খান এবং অরিজিৎ দে। মিক্সড ডাবলসে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে সিকিমের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারতে হয়েছে ত্রিপুরাকে। মহিলাদের ফুটবলে অবশেষে জয়ের মুখ দেখলো ত্রিপুরা। ওই রাজ্যের সাই মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা এদিন একতরফা খেলে পরাজিত করে মিজোরামকে। ফলাফল ৪-০। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন ত্রিপুরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। মূলত ত্রিপুরার ফুটবলারদের গতি এবং দক্ষতার কাছেই পিছিয়ে পড়েন মিজোরামের ফুটবলাররা। ম্যাচে ত্রিপুরার পক্ষে জোড়া গোল করেন দিপালী হালাম। অপর দুটি গোল করেন ধনিতা রিয়াং এবং কাজল্তি রিয়াং। প্রথমার্ধে ত্রিপুরা এগিয়ে ছিলো ২-০ গোলে।
2022-04-30