Covid19: সংক্রমণের হার নিম্নমুখী, দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত্যু কমে ৭০

সিওল, ৩০ এপ্রিল (হি.স.): দৈনিক কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু একধাক্কায় অনেকটাই কমল দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় করোনা-আক্রান্তের সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, নেমে এসেছে ৪৪-হাজারের নীচে। আগের দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮,২১৪ জন। মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে দক্ষিণ কোরিয়ায়, একদিনে মৃত্যু হয়েছে ৭০ জনের।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৮৬ জন। শুক্রবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৭০ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৩ হাজার ২৮৬ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,২৩৭,৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২২,৭৯৪ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৯০ জনের অবস্থা গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *