নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিং র্যাকেট ফাঁস করল দিল্লি পুলিশ। বেটিংয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশ একথা জানিয়েছে।
অভিযুক্তরা হলেন বুধ বিহার এলাকার বাসিন্দা দীপক (৩৯), এবং তরুণ (৩৩) এবং দীনেশ খত্রী (২৪), দুজনেই এখানকার রিথালা এলাকার বাসিন্দা। রোহিণীর বিজয় বিহার এলাকা থেকে গ্রেফতার হওয়া অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি এলইডি টেলিভিশন এবং ১,০৯,২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (রোহিনী) প্রণব তায়াল বলেন, বিজয় বিহার এলাকায় অনলাইন আইপিএল বেটিং র্যাকেট সম্পর্কে নির্দিষ্ট খবর পাওয়া গেছে।
সেই খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজয় বিহার থানায় দিল্লি জুয়া আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।