মালদা, ২৪ এপ্রিল (হি. স.) : কুয়োর পাশে পড়ে খাকা বোমাতে বল ভেবে মারতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বোমা বিস্ফোরণে আহত পাঁচ শিশু। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। গুরুতর জখম অবস্থায় ওই পাঁচ শিশুকে গোপালগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ শিশু বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০) সুবল সাহা(৬) ও রাইহান সেখ(৪) গোপালনগর গ্রামের বাসিন্দা। এদিন দুপুরে বাড়ির থেকে কিছুটা দূরে এক বাগানের মধ্যে খেলাধুলো করছিল পাঁচ শিশু । কুয়োর পাশে পড়ে থাকা একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। তবে অবস্থা সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাপগঞ্জ থানার পুলিশ।