মোদী সকাশে শিবরাজ, প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষ্যে ইন্দোরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন, “শিবরাজ সিং চৌহানজির সঙ্গে সাক্ষাৎ করেছি, মধ্যপ্রদেশ সরকারের সুশাসনের প্রচেষ্টা এবং বিভিন্ন প্রকল্প কীভাবে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে তা নিয়ে আলোচনা করেছি।”

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আগামী ৯ জানুয়ারি ইন্দোরে প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হবে এবং ৭ ও ৮ জানুয়ারি বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন করা হবে৷ আমি ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছি।