মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): শিবসেনার বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের অমরাবতীর সাংসদ নভনীত রাণা। ক্ষোভের সুরে নভনীত বলেছেন, শিবসেনা গুন্ডাদের দলে পরিণত হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুধু জানেন কীভাবে মানুষের বিরুদ্ধে অপরাধ দায়ের করতে হয় এবং তাঁদের জেলে রাখতে হয়। তিনি বাংলার মতো পরিস্থিতি তৈরি করছেন মহারাষ্ট্রে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মতোশ্রীর সামনে হনুমান চালিশা পাঠ করবেন বলে শনিবার জানান সাংসদ নভনীত রাণা এবং তাঁর ‘বাহুবলী’ স্বামী রবি। এই হুমকির প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়। নভনীত জানিয়েছেন, “আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, যদিও রবি এবং আমি ‘মাতোশ্রী’ (উদ্ধব ঠাকরের বাসভবনে) পৌঁছতে পারিনি, হনুমান চালিসা যা আমাদের দ্বারা পাঠ করার কথা ছিল তা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ভক্তরা উচ্চারণ করেছিলেন।”