Punjab Government : পরিবহণকারীদের আর্থিক সহযোগিতার ঘোষণা করতে পারে পঞ্জাব সরকার

চণ্ডীগড়, ২৩ এপ্রিল (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টির সরকার রাজ্যের পরিবহনকারীদের আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, ভগবন্ত মান-এর নেতৃত্বাধীন পঞ্জাব সরকার অটো এবং ক্যাব চালকদের কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি পরিবহণকারীরা যারা নতুন আম আদমি পার্টি সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেছে, তারা প্রতি কিলোমিটারে ২.৫৪ টাকা মোটর যানবাহন কর কমানোর দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, দলের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পঞ্জাবের পরিবহন মাফিয়া শেষ করবেন এবং তার দল ২০২২ সালের বিধানসভা নির্বাচনের পরে ক্ষমতায় এলে পরিবহন ক্ষেত্রের সমস্ত সমস্যা সমাধান করবেন। তিনি পরিবহন খাতে কমিশন গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *