ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। শিশু বিহার স্কুল ফাইনালে পৌঁছুলো। দুদিনের সেমিফাইনাল ম্যাচে এক দিনের খেলা হয়েছে। আরও ৯০ ওভারের একদিনের পুরো খেলা বাকি থাকলেও শিশু বিহার স্কুল ফাইনালে পুরোপুরি নিশ্চিত করে নিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। শিশু বিহারের দেবজিৎ সাহার বোলিং দাপটে নন্দননগর স্কুল দল নাস্তানাবুদ হয়েছে। মাত্র ২২ রানে নন্দননগর স্কুলের প্রথম ইনিংস শেষ করার পেছনে শিশু বিহারের তথাগত চক্রবর্তীরও দারুন ভূমিকা রয়েছে।
প্রথম দিনে ৯০ ওভারের স্থলে প্রায় ৬০ ওভার খেলা হলেও শিশু বিহার স্কুল এই মুহূর্তে ২৬৩ রানে এগিয়ে রয়েছে। শিবিরে এখনও আরও পাঁচ উইকেট বর্তমান। সাড়ে বারোটা নাগাদ পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে আজ, বৃহস্পতিবার ম্যাচ শুরুতে টস জিতে নন্দন নগর স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সাতজন ব্যাটারস্ শূন্য রানে প্যাভেলিয়নে ফিরলে নন্দননগর স্কুল যেন সেখানেই হেরে বসে। ১২.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তুহিন দেবনাথের ১১ রান বাদ দিলে অন্যদের কেউ একাধিক রানও করতে পারেনি। শিশু বিহার স্কুলের দেবজিৎ সাহা ৬ রানে ৬ টি এবং তথাগত চক্রবর্তী ১ রানে তিনটি উইকেট তুলে নিয়ে নন্দন নগর স্কুল দলকে হতাশ করে তোলে।
এছাড়া, জয়জিৎ সাহা পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শিশু বিহার স্কুল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪৯ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতিমধ্যে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে থামে। দলের পক্ষে সপ্তজিৎ দাসের অনবদ্য ১৪৭ রান এবং জয়জিৎ সাহার ৫৮ রান যথেষ্ট উল্লেখযোগ্য। সপ্তজিৎ ৮২ বল খেলে ১৭টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। এছাড়া, ওপেনার শুভদীপ দাস ২৭ রান সংগ্রহ করে ভালোই সঙ্গ দিয়েছে। তথাগত চক্রবর্তী ২৬ রানে এবং ময়ুখ চৌধুরী ১ রানে উইকেটে রয়েছে। নন্দন নগর স্কুলের বিকি দেববর্মা ও সত্যজিৎ দেববর্মা একটি করে উইকেট পেয়েছে।