ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। রাজ্য দল তৈরি। জাতীয় সিনিয়র জুডো চ্যাম্পিয়নশীপের জন্য রাজ্য দল বাছাই করা হয়েছে। বাধারঘাটস্থিত জুডো ইনডোর হলে আজ, মঙ্গলবার জাতীয় সিনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ ও মহিলা উভয় বিভাগে মোট ৫৬ জন এতে অংশ নেয়। প্রতিটি বিভাগে ৭ জন করে মোট ১৪ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করা হয়েছে। বাছাইকৃত মহিলা জুডোকারা হলেন ৫২ কেজি বিভাগে গোমতীর সুয়েতা দাস, ৫৭ কেজি বিভাগে গোমতীর পূজা পাল, ৬৩ কেজি বিভাগে ধলাইয়ের প্রিয়াঙ্কা দেববর্মা, ৭০ কেজি বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হেমা দেবী চাকমা, ৭৮ কেজি বিভাগে পশ্চিম জেলার অঙ্কিতা দেববর্মা, ৭৮ কেজি ঊর্ধ্ব বিভাগে পশ্চিম জেলার মাধবী দেববর্মা, ৪৮ কেজি বিভাগে দক্ষিণ জেলার অস্মিতা দে। পুরুষ বিভাগে ৬০ কেজি বিভাগে গোমতী জেলার গিড়িয়ন তাইপেং, ৬৬ কেজি বিভাগে গোমতীর প্রফুল্ল মলসুম, ৭৩ কেজি বিভাগে পশ্চিম জেলার বিজয় সাহা, ৮১ কেজি বিভাগে দক্ষিণ জেলার সাগরদ্বীপ নন্দী, ৯০ কেজি বিভাগে পশ্চিম জেলার বিপ্রজিত দাস, ১০০ কেজি বিভাগে গোমতী জেলার মৃনাল ভৌমিক, ১০০ কেজি অধিক বিভাগে পশ্চিম জেলার কিষান বল। অল ত্রিপুরা জুডো এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কিশোর দাস নির্বাচিত জুডোকাদের তালিকা ঘোষণা করেন।