ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। বিলোনিয়া ক্লাব ক্রিকেট বেশ জমজমাট পর্যায়ে। দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টার দুরন্ত জয় পেয়েছে ইউনিটিকে হারিয়ে। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলি হচ্ছে নর্থ বিলোনিয়া মাঠে।
সকালে টস জিতে সাউথ বিলোনিয়া প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৩.২ ওভার খেলে সাউথ বিলোনিয়া প্লে সেন্টার ২২৮ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ওপেনার আরিয়ান বৈদ্যের ৫৩ রান এবং রঞ্জিত দেবনাথের ৫২ রান উল্লেখ করার মতো। ইউনিটির বোলার কিষান মুড়াসিং ৩৯ রানে তিনটি এবং অভিজিৎ মিত্র ও সৌরভ পাল দুটি করে উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে ইউনিটি ৩০ ওভারে ১৫২ রানে ইনিংস শেষ করে নেয়।দলের পক্ষে সৌরভ পালের ৪৩ রান কিছুটা উল্লেখ করার মতো। সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের রঞ্জিত দেবনাথ ১২ রানে চারটি, দেবজিৎ দেবনাথ ৩৭ রানে তিনটি এবং সৌরভ গুহ দুটি উইকেট পেয়েছে। দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টার ৭৬ রানের ব্যবধানে জয় হাসিল করে নিয়েছে। রঞ্জিত দেবনাথ ম্যাচের সেরা স্বীকৃতি পেয়েছে অনবদ্য বোলিংয়ের সৌজন্যে।