Dilip Ghosh : সাধারণ মানুষ এবার কোনও ভোটই দেননি আসানসোলে : দিলীপ ঘোষ

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): বিজেপির হাতছাড়া হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র। বড় ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোলের উপ-নির্বাচনের ফলের প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বললেন, ”সাধারণ মানুষ এবার কোনও ভোটই দেননি আসানসোলে।” রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।

বালিগঞ্জ বিধানসভা আসনে তৃণমূলের জয় প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপবাবু। তিনি বলেছেন, রাজ্যজুড়ে সন্ত্রাসের ভয়ে বালিগঞ্জের ভোটাররা বিজেপিকে ভোট দিতে পারেননি। তৃণমূল অন্য লোক দিয়ে ভোট করিয়েছে। তিনি আরও বলেছেন, ভোট নিয়ে আগ্রহই ছিল না আসানসোলের মানুষের। সাধারণ মানুষ ভোটই দেয়নি আসানসোলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *