রেশন শপ পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৩ এপ্রিল : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সাধারণ মানুষ সঠিকভাবে খাদ্যসামগ্রী পাচ্ছেন কিনা তার খোঁজখবর নেন মেয়র দীপক মজুমদার। আজ রাজধানীর রামনগর এলাকার রেশন শপগুলি পরিদর্শন করেন তিনি। 


তিনি বলেন দলীয়ভাবে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রেশন শপ গুলোতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন নেতৃত্বরা। তাঁর কথায়, সাধারণ মানুষ যথেষ্ট খুশি এবং উপকৃত এই যোজনায় উপকৃত হয়ে। পাশাপাশি প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। আরো ৬ মাস এই যোজনায় উপকৃত হবেন সাধারণেরা। করোনাকালীন পরিস্থিতিতে এ ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *