রোহতক, ৮ এপ্রিল (হি.স.) : এটিএম-র ক্যাশ ভ্যান লক্ষ্য করে নিরাপত্তা কর্মীদের গুলি করে দুই কোটি ৬২ লাখ টাকা লুট করল দুষ্কৃতীরা। শুক্রবার ১ নম্বর সেক্টরে ঘটনাটি ঘটে। ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র নিয়ে পালিয়ে যায়। লুটের খবর পেয়ে আইজি মমতা সিং এবং পুলিশ সুপার উদয় সিং মীনা-সহ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ গোটা জেলায় পথ আটকে যানবাহন তল্লাশি করলেও ডাকাতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুষ্কৃতীরা নগদ টাকা বস্তায় ভরে পালিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টা নাগাদ ক্যাশ ভ্যানটি টাকা জমা দিতে ১ নম্বর সেক্টরে অবস্থিত অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে পৌঁছায়। এসময় একটি মোটরসাইকেল আরোহী দুই যুবক নিরাপত্তাকর্মীরা ক্যাশ ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গে যুবকরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে যান। এরপর দুর্বৃত্তরা ক্যাশ ভ্যানে রাখা বাক্স থেকে নগদ টাকা বের করে বস্তায় ভরে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু করেছে।