Covid Vaccine: করোনার বিরুদ্ধে জয়ের পথে ভারত, টিকাকরণ ১৮৩.৮২-কোটি সম্পন্ন

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): ভারতে ১৮৩.৮২-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৬ লক্ষ ৩৪ হাজার ০৮০ জন প্রাপক। ফলে ভারতে ১৮৩.৮২-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৮৩,৮২,৪১,৭৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

করোনার বাড়বাড়ন্ত অনেকটাই কমেছে ভারতে, করোনার বিরুদ্ধে জয়ের পথে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ মার্চ সারা দিনে ভারতে ৬,২৪,০২২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৮,৮৫,৫৬,৯৩৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৬,২৪,০২২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন।