নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার বাগান গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবতীর৷ মৃত যুবতীর নাম সুমি দেব, বাবার নাম নিতাই দেব৷
ঘটনার বিবরণে জানা যায় বাড়ির পার্শবর্তী একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সুমি দেব নামে ওই যুবতী৷ স্নান করতে গিয়ে জলে ডুবে যায় সে৷ স্থানীয় লোকজন তাকে জলে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেন৷ খবর পাঠানো হয় তার পরিবারের লোকজনদের কে৷ জল থেকে ওই যুবতীকে উদ্ধার করে দমকল বাহিনীর সাহায্যে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জলে ডুবে যুবতীর মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷