নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): দিল্লি বিধানসভা থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েলের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন রাঘব চাড্ডা। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাঘব জানিয়েছেন, দিল্লিতে অনেক ভালোবাসা পেয়েছেন তিনি, এবার সংসদের উচ্চকক্ষে পঞ্জাবের উন্নতির স্বার্থে কাজ করবেন।
পঞ্জাব থেকে রাজ্যসভার জন্য মনোনীত হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের খুব কাছের মানুষ রাঘব চাড্ডা। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাঘব চাড্ডা বলেছেন, “আমি দিল্লি বিধানসভা থেকে পদত্যাগ করেছি। বিধানসভার স্পিকার-সহ সমস্ত সদস্য আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি উচ্চকক্ষে (রাজ্যসভা) পঞ্জাবের উন্নতির জন্য কাজ করব। বেশ কিছু বিষয় আছে যা আমি সংসদে উত্থাপন করব।”