আগরতলা, ২৩ মার্চ : বুধবার দুপুর নাগাদ রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি-তে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে আইএসবিটি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে চন্দ্রপুর আইএসবিটিতে বিবেকানন্দ বিচার মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক তপন দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সুমন মজুমদার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষ করে নেতৃবৃন্দ চলে যাওয়ার পরপরই শ্রমিকনেতা হারাধন দেবনাথ এর নেতৃত্বে ৭০/৮০ জন শ্রমিক অপর শ্রমিক নেতা আব্দুল হকের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে দৈহিক ভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে আক্রান্ত শ্রমিক নেতা আব্দুল হক পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করলেও এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেন এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। বিবেকানন্দ বিচার মঞ্চের সভা শেষে এ ধরনের হামলার ঘটনার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। শাসক দলের শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার ঘটনা সংঘটিত করাকে কেন্দ্র করে মোটর স্ট্যান্ড এলাকায় অন্যান্য মোটর শ্রমিক ও যাত্রী সাধারণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।