Gas Prices: একধাক্কায় ৫০-টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): এতদিন যে আশঙ্কা ছিল, সেটাই শেষমেশ বাস্তব রূপ নিল। ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বাড়ল এক ধাক্কায় ৫০ টাকা। অর্থাৎ, কলকাতায় মধ্যবিত্ত যে রান্নার গ্যাসের সিলিন্ডার এতদিন ৯২৬ টাকায় কিনত, তা এবার থেকে কিনতে হবে ৯৭৬ টাকায়। দিল্লিতে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৯৪৯.৫০ টাকা।

অক্টোবরের পর এই প্রথম দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। সূত্রের খবর, এবার থেকে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৩৪৯ টাকা, ১০ কেজি কম্পোজিট বোতল ৬৬৯ টাকায় পাওয়া যাবে। দিল্লিতে ১৯-কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ২০০৩.৫০ টাকা।