শ্রীনগর, ১৪ মার্চ (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একটি মডিউলের পর্দাফাঁস করল সুরক্ষা বাহিনী। সম্প্রতি খুন হন সরপঞ্চ শাবির আহমেদ মীর, সেই খুনের ঘটনায় জড়িত ছিল এই মডিউল। গ্রেফতার করা হয়েছে ৩ জন সন্ত্রাসী মদতদাতাকে। ৩ জঙ্গি মদতদাতা কাছ থেকে মিলেছে দু’টি পিস্তল ও অন্যান্য বেআইনি সামগ্রী।
কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরে কুলগামে গ্রেফতার করা হয়েছে ৩ জঙ্গি মদতদাতাকে। সরপঞ্চ শাবির আহমেদ মীর খুনে জড়িত ছিল এই মডিউল। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সংগঠনের প্রধান সন্ত্রাসী ফারুক নল্লির নির্দেশে সরপঞ্চকে হত্যা করেছিল সন্ত্রাসী মুশতাক ইয়াতু। জঙ্গি মদতদাতাদের কাছ থেকে দু’টি পিস্তল মিলেছে।

