তেলিয়ামুড়া, ১১ মার্চ : তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি স মিল উদ্ধার করেছেন বন দপ্তরের কর্মীরা।
সংবাদ সূত্রে জানা গেছে, বনদপ্তরের কর্মীদের কাছে সুনির্দিষ্ট খবর আসে তেলিয়ামুড়া মধ্য কৃষ্ণপুর এলাকার ভুবন বিশ্বাসের বাড়িতে একটি সমিল রয়েছে। বেআইনিভাবে এই সমিল দিয়ে কাঠ চেরাই করে পাচার করা হয়। সেই খবরের ভিত্তিতে বনদপ্তরের কর্মীরা ভুবন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে সাফল্য পান। অবশ্য বাড়ির মালিক ভুবন বিশ্বাসকে আটক করা সম্ভব হয়নি। টের পেয়ে বাড়ির মালিক বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
উদ্ধার করা স মিল বনদপ্তরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে প্রতিনিয়ত গাছ কেটে কাঠ পাচার করা হচ্ছে। এর ফলে বনজ সম্পদ যেমন ধ্বংস হচ্ছে তেমনি পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। বনদস্যুদের বিরুদ্ধে বনদপ্তরের তৎপরতা অব্যাহত থাকলেও তারা নানা কৌশলে এ ধরনের অপকর্ম অব্যাহত রেখেছে।
বনদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বন রক্ষার জন্য তারা কঠোর মনোভাব গ্রহণ করেছেন। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।