CM Biplab Kumar Deb : বিধানসভা নির্বাচনের সাফল্যে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনগণকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা, ১০ মার্চ : দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে ৪ রাজ্যেই শাসক দলের প্রতি জনগণের বিপুল সমর্থনের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক নতুন ভারত চাইছেন। আজকের এই ফলাফল তারই প্রতিফলন। জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দেশবাসী বিশ্বাস করছে যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ এক নতুন দিশায় এগোচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকারও স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে গতি এনেছে। রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে তাদের অধিকার প্রদানেও গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্য সরকারের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস আগামীদিনেও থাকবে বলে সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

আজকের এই ফলাফলের উল্লাসে শান্ত, সংযত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী শ্রীদেব আহ্বান জানিয়েছেন।