নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের কৃতিত্বের জন্য নারী শক্তিকে অভিবাদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি বছর ৮ মার্চ দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প-সাহিত্য-সহ সমস্ত ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়।
মঙ্গলবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘নারী দিবসে নারী শক্তি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কৃতিত্বের জন্য অভিবাদন। ভারত সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করবে।” আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

