দুবাই, ৭ মার্চ (হি.স.) : চলতি মহিলা বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষে লিগ টেবিলের এক নম্বরে জায়গা করে নিল ভারত । দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসে। যদিও ভারতকে সিংহাসন থেকে নামানো সম্ভব হয়নি।
আপাতত ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ১টি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। নিউজিল্যান্ড ২টি ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২ পয়েন্ট। মোট পাঁচটি দলের সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট করে। তবে নেট রান-রেটে ভারত এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছেন মিতালিরা। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তানের নেট রান-রেট সব থেকে কম হওয়ায় তারা রয়েছে লিগ টেবিলের একেবারে শেষে।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ২.১৪০)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৬৪০)।
৩. নিউজিল্যান্ড: ম্যাচ-২, জয়-১, হার-১, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৫৩২)।
৪. অস্ট্রেলিয়া: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.২৪০)।
৫. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.০৬০)।
৬. ইংল্যান্ড: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.২৪০)।
৭. বাংলাদেশ: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯২৩)।
৮. পাকিস্তান: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -২.১৪০)